Sunday, January 19, 2014

মুক্তি

মুক্ত করে দিলাম তবে ব্যক্ত করা হয়নি 
যুক্ত করে পথের ধারে শক্ত হওয়া সয়নি 
মুক্ত করে দেওয়ার মাঝে বাঁধন তবু প্রস্তুত 
শতেক সতর্কতার পরেও রইলো কিছু দোষ খুঁত  

আঁকড়ে ছিলাম কিসের তরে কিসের ছিল বিভ্রম 
উড়তে দিলেও অচিন পাখি আসবে ফিরে হরদম
আকাশ আলোয় বেড়ায় খেলে মনের যে তাই প্রাপ্য 
খাঁচার ভেতর বন্দী যে সুখ শীঘ্র সে সমাপ্য 

মোহের মায়া প্রেমের পরশ, গভীর হলো সংঘাত 
রণক্ষেত্রে মধ্যপন্থী আঘাত পাই অকস্মাৎ
স্বতন্ত্রতার সমাপ্তিতে  মায়ার জালে বদ্ধ 
ভালবাসা আজকে কেবল যুদ্ধজয়ে লব্ধ 
 

No comments:

Post a Comment