মুক্ত করে দিলাম তবে ব্যক্ত করা হয়নি 
 
যুক্ত করে পথের ধারে শক্ত হওয়া সয়নি 
মুক্ত করে দেওয়ার মাঝে বাঁধন তবু প্রস্তুত 
শতেক সতর্কতার পরেও রইলো কিছু দোষ খুঁত  
আঁকড়ে ছিলাম কিসের তরে কিসের ছিল বিভ্রম 
উড়তে দিলেও অচিন পাখি আসবে ফিরে হরদম
আকাশ আলোয় বেড়ায় খেলে মনের যে তাই প্রাপ্য 
খাঁচার ভেতর বন্দী যে সুখ শীঘ্র সে সমাপ্য 
মোহের মায়া প্রেমের পরশ, গভীর হলো সংঘাত 
রণক্ষেত্রে মধ্যপন্থী আঘাত পাই অকস্মাৎ
স্বতন্ত্রতার সমাপ্তিতে  মায়ার জালে বদ্ধ 
ভালবাসা আজকে কেবল যুদ্ধজয়ে লব্ধ 
No comments:
Post a Comment