Thursday, January 7, 2016

আত্মসংবরণ

অনুভূতি আসছে থরে থরে, আছড়ে পড়ে ঢেউয়ের প্রমাণ  
কিন্তু আমি তীরবর্তী নই ভিজব না সে সিদ্ধান্ত নেওয়া  
ঝাপটাগুলো সয়েছি অনেক, অত্যাধিকই, ভীষ্মের সমান 
শরশয্যা, যন্ত্রণার ভিড়ে, ছুঁতে কিছু ছিল যা আলেয়া।  

শ্রমজীবী যেন প্রাত্যহিক দিনগত কর্মযজ্ঞে নামে,   
সঙ্কলিত হতে থাকে কোথা রাসায়নিক বিরক্তি বিক্রিয়া,
অপেক্ষায় তারপর থাকা, বিস্ফোরণ সেই শান্তিধামে।
জানি আমি বুর্জোয়ার দলে, তবু বুঝি জমে প্রতিক্রিয়া ।।

আত্মসংবরণে তাও চলি, কেউ বুঝি প্রক্রিয়া থামায়।
বিপ্লবেতে অধিকার আমারও, যদিও তা মানবিক রূপে 
হয়তো তাই বাধ সাধে কিছু, নিষ্ঠুর প্রকাশ ভঙ্গিমায়
সংগ্রামের ইচ্ছা যাই হোক, সরে গেছি নিজেই নিশ্চুপে । 

No comments:

Post a Comment