এতদিন ধরে লালিত করেছি স্নেহভরা অভিমানে,  
কখনো হয়েছে বোঝা কখনো বা নিষ্ঠুর পরিহাস,  
টুঁটি চেপে ধরে কখনো, কখনো মুক্তির অভিলাষ,  
তবুও এখনো অস্ত্র আমার অবলা পরিত্রাণে। 
ঘৃণা ভরে তবু চাইতে পারি না বিচ্ছেদ বিষবৎ,  
স্মৃতির পাতায় যা ছিল আজকে তাতেই বুলাই হাত, 
ক্ষণে ক্ষণে তবু জমা হয় কিছু দ্বন্দ্ব অকস্মাৎ,  
খেয়ালী বিধির বিচরণই দেখে কাটাব ভবিষ্যৎ। 
এই ছিল বুঝি এই গেল চলে জোনাকির মত জ্বলে, অনিশ্চিতের আহ্বান, তবু তার মাঝে খুঁজি দিশা, এরই মত কিছু প্রশ্ন যাদের লক্ষ্য নয় জিগীষা, তারাই তোমার ডাক বয়ে আনে অপলক হিল্লোলে।
এই ছিল বুঝি এই গেল চলে জোনাকির মত জ্বলে, অনিশ্চিতের আহ্বান, তবু তার মাঝে খুঁজি দিশা, এরই মত কিছু প্রশ্ন যাদের লক্ষ্য নয় জিগীষা, তারাই তোমার ডাক বয়ে আনে অপলক হিল্লোলে।
আহ্বান শুনি, ক্ষণেকে ভুলাই, প্রতিরোধ ছারখার,  
যদিও আবার এই পথে যাব পুনরায় তাও জানো,  
অচেনা তবুও চেনা পথ, স্মৃতি স্বচ্ছতায় নিকানো,  
তাই বুঝি পাই আকর্ষণের নিশিডাক প্রতিবার।  
No comments:
Post a Comment