Tuesday, January 26, 2016

দেশের কথা

বাৎসরিক পতাকার উত্তোলন হল ধীরে ধীরে 
সাড়ম্বর আয়োজন, রাষ্ট্র করে প্রভাব বিস্তার 
সাজো সাজো রব শেষে ফিরে যাওয়া পুরনো তিমিরে 
মাঝে স্বাদবদলের জন্য কিছু ষোড়শোপাচার।   

এভাবে থাকব ভুলে, যোগ দেব আত্মপরিচয়ে
শিল্পনৈপুণ্যেতে গড়া ক্রমান্বয়ে কৃত্রিম সাজ
ক্রমশ আত্মস্থ করা প্রতিটি প্রতীক, ধীর লয়ে, 
ক্রমশ মানিয়ে নেওয়া বিরচিত পরিচয় আজ।     

ভাঙতে চাই আখ্যায়িকা, আমার কথাকে স্থান দিতে।  
অসম লড়াই, লড়ি, প্রতিক্ষণে অবস্থ হারাই;   
তবুও কর্ষণ চলে প্রস্তরীভূত সে জমিতে,  
নিজেকে যতই ভুলি তবুও তো প্রতিবাদ চাই। 

No comments:

Post a Comment