Friday, January 29, 2016

সেই দিন

আসবে সেসব দিন, শীঘ্রই, প্রতীক্ষা তাদেরই
কৃত্রিম আবরণ খসে যেতে হয় না বেশী দেরী
এ মোহ সমূলে যবে উৎসাদিত হবে সে সময়
ক্ষোভ মনে পুঞ্জিভূত করো না যা যথোচিত নয়।
যখন দেওয়ার শেষ, কামনা যা কুণ্ডলীভূত
যেটুকু চয়িত ছিল তাও সময়ের স্রোতে স্রুত
যখন ধূসর কাল শুষে নেবে সম্পূর্ণ আমায়
তখন গল্পের শেষে আর কি চাইবে বিছানায়?
হাসি নয় রঙ্গ নয় শুধু রিক্ততার অঞ্জলি
প্রেমালাপ পরাহত শুধু বাস্তবের কথাকলি,
আধিক্লিষ্ট বর্ণহীন ভবিষ্যৎ সে গল্পই বলে
তাতেই আশ্বস্ত হলে এরপরও কথা কওয়া চলে।

No comments:

Post a Comment