আজও দেখি মৃত্যু নিয়ে আসে কত নব বিনির্মাণ,  
দাঁড়িপাল্লা বাটখারা, কিলোদরে কেনা বেচা প্রাণ 
সর্বত্র সে গড়ে চলা আধুনিক নন্দিত শ্মশান । 
কাটাছেঁড়া শেষ হল, কোন এক দিকে পাল্লা ভারি 
যদিও তা অনিবার্য, খরস্রোতে কে বা দেবে পাড়ি
অতএব সেজে ওঠে হুডখোলা শববাহী গাড়ি । 
অন্ধকার দিন শেষে বুঝি এলো এক কণা আলো, 
পেয়েছে শরীর এক, ব্যবচ্ছেদ করা যাবে ভালো 
জীবনে সে যাই পাক মরণটা হোক জমকালো। 
আগুন নিয়েছ হাতে, খেলা যাবে, যথেচ্ছ মন্ত্রণা 
ঘৃতাহুতি, নইলে যে খাণ্ডব দহন হবে না!!    
জ্বলবে তুমিও, জানি সেই ভয়ে তবু পিছাবে না! 
এভাবেই জয় ভাবো সমাজকে ক্ষুদ্র অংশে ভেঙে  
পাক্ষিক মানবতা, উত্তর-আধুনিক রঙে রেঙে  
ধ্বস্ত তোমারই হাতে ফিরছ যে সহিষ্ণুতা মেগে। 
নিয়মও আছে সে গড়া, যার ফাঁদে রিক্ত কণ্ঠস্বর 
আত্মগ্রাহী, তাই বুঝি চিরায়ত নব-কলেবর। 
বিপ্লব? সে পথেও একা হাঁটা  বড়ই  দুষ্কর! 
No comments:
Post a Comment