Saturday, January 31, 2015

প্রশ্নচিহ্ন

মাঝে মাঝে এমন প্রশ্নের মুখে ফেলে দাও সমাজ
যেন নিজের ওপর বিশ্বাসটাই হারিয়ে ফেলি
বা ফেলতে ফেলতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি
সত্যি কি এত নিষ্ঠুর
সত্যি কি এত আদেখলা
সত্যি কি সমাজের অংশ হয়ে থাকতে পারি না
সত্যি কি অনুভূতির শিকড়টাই পৌঁছায়নি অন্তঃস্থলে ।

বলেছি  তো অনেক কথা হাসি মজার মধ্যে খানেক
সেইসব নিছক মজা, বাচালতা- সত্যি ভেবে নিলে
আমিও করেছি দোষ থটরিডিং টা হয়নি আজও শেখা
এখন বলব কি করে
এখন ক্ষমা চাইবো কি ভাবে
এখন উপায় নেই কোন
এখন সময় নয় নিজের বক্তব্য বোঝাবার যদিও বা থাক প্রয়োজন ।

তবু যেটুকু করা সম্ভব করেছি উত্তর পাওয়ার জন্য নয়
অবশ্য সত্যি বলি, অপেক্ষা করেছি প্রত্যুত্তরের
হয়তো বা বোঝাতে নিজের অবস্থান ভুল বোঝাবুঝি মেটাতে
ক্ষমা চেয়েছি সেই সুযোগের জন্য
ক্ষমা চেয়েছি ক্ষতে প্রলপ দিতে
ক্ষমা পাইনি যেটুকু বুঝেছি
ক্ষমা করলাম তবু আমায় নিজেকে বোঝানোর ত্রুটি রাখিনি বলে ।






No comments:

Post a Comment