পাগলামির লিস্টি থেকে বেছেবুছে এক-একটা আইটেম 
সন্না দিয়ে সবগুলো সের দরে উপরে ফেলবই 
সুযোগের অবকাশে বিধ্বংসী সঙ্গীত গাইতেম
প্রভাত-ফেরির ছলে ছড়াতেম লক্ষ উড়ো খই ।  
ধাক্কা দিয়ে ক্রমাগত ভেঙ্গে দেব ভণ্ড ইমারৎ 
উন্নত সমাজের আজ চাই নাকো এন্ট্রান্স পাস 
ক্লান্ত লাগে শুনতে সেই বস্তাপচা মেকি সহবৎ 
তাই আজ ঢিল ছুঁড়ি যেইখানে তোমাদের বাস । 
সেখানে তো বধ্যভূমি প্রগতিশীলের দলবল 
মুখোশটা ছুঁড়ে ফেলে নেমে গেছে অসম যুদ্ধেতে 
এটাই তো যুদ্ধজয় লম্পট ভাগাড়ের বল? 
তফাৎটা ঘুচে গেল সমগ্র দুনিয়ার চোখেতে । 
No comments:
Post a Comment