Saturday, January 17, 2015

কৈফিয়ৎ

অশ্রুত প্রতিবন্ধে
অথবা অযথা দ্বন্দ্বে  
ভেবেছিলাম আজ বাঁধব তোমাকে মুক্তবন্ধ ছন্দে । 
যতটুকু পারি, জিতি কি বা হারি লড়ে যাব যে আনন্দে,  
শেষ ফলটুকু যে দিকেই যাক ভালোয় অথবা মন্দে।।   

বন্ধনহীন গ্রন্থী 
নিমেষে ঘটালো সন্ধি 
দ্রুততার সাথে এলোমেলো হাতে বাঁধন খোলায় মন দি, 
যদিও এ খেলা নবপরিসরে সৃষ্টির পরিপন্থী। 
জানি ছিল আজ মুক্তির দিশা, তবু শখে হই বন্দী।।   

বিকিয়ে যাওয়ার অর্থ 
বন্দিমুক্তি শর্ত
নিয়ন্ত্রণের পেয়ে যাবে ভাব নিমেষেই ছাড়পত্র ? 
সুদূরপ্রসারী ফেলেছ প্রভাব তবুও আমি অনড় তো 
ভবিষ্যতের জবাবদিহিই এখনো আমার বর্ত্ম । 

No comments:

Post a Comment