Sunday, January 25, 2015

কথায় কাব্যে

কথ্য ভাষা বা কাব্যের ভাষা
যে ভাষাতেই বলি হয়তো বা মনের গোপন কিছু অভিব্যাক্তি
জানিনা ঠিক বলতে সক্ষম হব কিনা
কাব্যের ভাষা বড়ই মিথ্যা ঘেঁষা
কায়দা করে কোন শব্দের সাথে কি মিলিয়ে দেব
আর তুমি বসে থাকবে বোকা বোনে
তাই সে আমার সবচেয়ে প্রিয় , পালিয়ে যাওয়ার সহজ পন্থা ।

ধরা দেব না ভেবেই নিয়েছি
তাই তো দেখি অভিব্যাক্তি বেরোচ্ছে না সহজ হয়ে
বেরোচ্ছে না একটুকুও তোমার কাছে
তাই বুঝি সেই কম্প্রোমাইজ করতে হলই
না করলেও সে চলতো তবু বাহাদুরির লোভ লেগেছে
সবই কেবল চটকদারির নতুন কোন
প্রতিশব্দ, রংবাহারি । নাম শুনে যার সিটকায় না নাক দুখানা ।

চ্যালেঞ্জ নিলাম মুখের বুলির ভুল্ভুলিয়ায়
তোমায় আমি সঙ্গে নিয়ে ঘুরব এমন
ভ্রমণ হবে সহজ ভাষায় সর্বনাশা
সর্বনাশটা কার সে কথা থাকুক তোলা ভবিষ্যতের জন্য এখন
এইবারেতে খেলার শুরু , অন ইয়োর মার্ক
জয়ের জন্য থোড়াই আমি কেয়ার করি
সেই কারণে মাঠের মাঝে আজকে আমি শেষ বাজিগর ।

No comments:

Post a Comment