Monday, January 12, 2015

স্রোতস্বিনী

থেমে থাকি, তবু দেখি গতির বেগের স্রোতে ভেসে 
পৌছেছি সেখানেই, গন্তব্যের হারানো উদ্দেশে
এখনো আনন্দ খুঁজি হয়তো বা বাঁচার আশায় 
তাই বুঝি কেউ ঠিকই অতর্কিতে নিঃশব্দে ভাসায়।  

গোপনে রয়েছি দূর-গহনেতে তোর অপেক্ষায় 
সময়ের গতিবেগ ভুলে গেছি, কি বা আসে যায় 
অপেক্ষা তো ক্ষণস্থায়ী আজকের গতিশীল কালে  
যে যুগেতে প্রতিদিন ঘুম ভাঙে ধূসর সকালে।  

আগে তবু শান্তি ছিল, ছিল নিভৃতের ছায়ারাজি 
হারিয়েছে সবই আজ- ঝরা সময়ের কারসাজি 
যত খুঁটি ছিল গাঁথা দুর্নিবার স্রোতে গেছে ভেসে 
ফেলেছি নোঙর আজ যুগান্তরের পরিশেষে। 

No comments:

Post a Comment