Sunday, January 25, 2015

এলোমেলো কথা

অন্তহীন বিশ্লেষণ যার প্রাপ্তি হয়তো কেবলমাত্র অন্তঃসারশূন্য কিছু নিরর্থক বুলি । তাতে না এই পৃথিবীর কিছু যাবে আসবে না অপার্থিব কোন অনুভূতির প্রকাশ হবে । সেই বক্তব্য পেশ করার সময়ও কিনা খেয়াল রাখতে হয় বাক্যবিন্যাস  এবং শব্দসংখ্যার উপর, এমনি আমাদের বেখেয়ালি স্বত্বাসৃষ্টির ভণ্ডামি । তাই হয়তো এই বেদনাদায়ক ভাবনা ফিরে ফিরে আসে যা থেকে মুক্তিলাভ হয়তো কেবল এই ব্লগে তাকে হালকা করে যাওয়া । নিজের ওপর আস্থা হারালাম আবার, প্রায়শই হারাই কিন্তু আশ্চর্য হই এই ভেবে যে কখন অতর্কিতে সে আবার ফিরে ঘাপটি মেরে বসে আছে আমার অন্তরের অন্তঃস্থলে । সামান্যটুকু জানানোর প্রয়োজন মনে করেনি, হয়তো এই ভেবে যে মহানন্দে আমি জীবন-সমুদ্রে এমন সবেগে ঝাঁপিয়ে পড়ি যে তার এযাত্রা আমার সাথে কালযাপন নিমেষে না ফুরিয়ে যায় ।
তবু শেষ আছে, তাই শূন্য সেজে নিজেকে শেষ করে দেওয়ার কোন আকুতি অনুভব করিনা । এই ক্লেদাক্ত শরীর কে সাথী করে তবু পথচলা সেই চিরন্তন পথে সেই চেনা ভঙ্গীতে কারণ অজ্ঞাতকে সহজভাবে আপন করে নেওয়ার ক্ষমতা আজ হারিয়ে ফেলেছি । আজকাল কোন কিছু লিখতে গেলে কেমন যেন থেমে যেতে ইচ্ছা হয়, দেখার জন্য যে লেখার পেছনের ভাবনার আয়ু কত । প্রশ্নগুলো সহজ কিন্তু সব প্রশ্নের উত্তর সুমনের গানের মত সহজে জানা যায় না । এই হয়তো ভাবি এক, আবার এই দেখি আলাদা । আসলে আদৌ কোন ভাবনা ছিল কি না সে চিন্তাও করতে হবে । তবে সবকিছুই অবকাশ অনুসারে । আর সে অবকাশ নিজেই বা নিজেকে দিচ্ছে কয়জন । হয়তো কিছু মানুষ দিলে অন্যরাও, চক্ষুলজ্জার খাতিরেই হোক বা নব্যপন্থা অবলম্বন করার তাগিদে, দিত । কিন্তু জল বয় কেবল উঁচু থেকে নিচুতে কাজেই একবার নিজেকে সময় না দিলে সে সময় লক্ষবার খুঁজেও আর দিতে পারলাম না । 

No comments:

Post a Comment