Friday, May 15, 2015

শেষ অপেক্ষা

আমার অঙ্গন আজ দগ্ধ হবে তোমাদের প্রেরিত শিখায়
জানি তার আঁচ থেকে তুমি সেই ঠিকই আজ ফের রক্ষা পাবে
আমার কলমখানা স্তব্ধ আজ, রুদ্ধ কণ্ঠস্বরটুকু হায়
বিকৃত হয়েছে সব, তোমাদের গোলামিতে মৃত্যুপথে যাবে।

লেলিহান শিখাটুকু বয়ে এনে ছুঁড়ে দেবে আমার কুটিরে
চোখের পলকে সব ছাই হয়ে গেল তবু হাতখানা বাঁধা
যখন গর্জন চাই তখন আশ্রয় খুঁজি মানুষের ভীরে
যা আমার প্রাপ্য ছিল তার ক্ষুদ্র অংশ পেতে পায়ে ধরে সাধা ।

নন্দিত হয়েছ তুমি, নিন্দিত হওয়ার ছিল, অস্বচ্ছ দৃষ্টিতে
আমিও সে বন্দনায় অংশ নিয়ে আপ্লুত, নান্দনিক রূপে
সমগ্র দেশের থেকে সুচাগ্র মেদিনী আজ আশ্রয় ভিটে
নিক্ষিপ্ত হবার শেষ অপেক্ষা সে,  নিঃস্ব হয়ে, অন্ধকার কূপে ।




No comments:

Post a Comment