Wednesday, May 27, 2015

আরো খানিক

জীবন কি কোনদিন পূর্ণ হবে?
জীবনের পূর্ণতাপ্রাপ্তির সম্ভাবনায় নির্নিমেষ হেঁটে চলা
যদিও এ চলার পথ এখনো রয়েছে অজানা, চিরদিনই থাকবে,
তাই এই চলায় কোন ক্লান্তি নেই।
যখন আর চলতে চাইবে না, মনে হবে এসেছি কাঙ্খিত লক্ষ্যে,
তখন খোঁজার শেষ, কিন্তু একই সাথে জীবনের ইতি।
আমি তাই খুঁজে যেতে চাই,
অনন্তকাল ধরে, অনন্ত জিজ্ঞাসা যার উত্তর দেওয়ার ক্ষমতা নেই কারো
অন্তত আমার পরিচিতের মধ্যে, সেই ভেবেই প্রশ্ন সাজানো, হয়তো দ্বিচারিতা
তবু অনন্তের পথে থাকা
ফ্রিকশনের বাধাগুলো এভাবেই মুছে নিয়ে চলা, নিজস্ব গতিতে
আসলে যা কেবল বাঁচার আকুতি।
ইতি চাইনি কোনদিন, ক্লান্তি পাইনি কোনদিন
অতীতের ইতিহাসে ভবিষ্যৎ বর্তমান সবকিছু এক করে দিয়ে
নিজের দর্শন সৃষ্টি, অজস্র ভুলচুক থাকবে জানি, তোমাদেরও আছে
আমাদের উপলব্ধি হয়নি আজও
দুই একটা উপলব্ধিতেও ভুলভ্রান্তি তবু রয়ে যাবে
অতএব ভ্রান্তযুক্তি শিরোধার্য, আরো কিছু হাঁটি।


No comments:

Post a Comment