Tuesday, October 29, 2013

দুঃখবিলাস

সুখে থাকব বলে এই নিরালায় বসি 
সুখের সংজ্ঞা খানা রইলো অজ্ঞাত 
সংজ্ঞা মেনে সুখী হব এমন প্রত্যাশী 
ছিলাম কি কোনদিন আমি অবিরত ।

ভালো লাগে সত্যি হতে, ভালোবাসি তাই 
তোমার মনের কথা আগে বলে দিতে।
সেই সুখ অনুভূতি খুবই কম পাই
যখন সে কওয়া কথা দাঁড়ায় সত্যেতে ।

ভালবাসা, সুখ আরো কত মধু কথা 
আরো কত হাসাহাসি আরো কত গান 
তাও তো ভুলি না দেখি কান্না দুখ ব্যথা 
বেদনায় ভরে তবু আকুলিত প্রাণ ।

Tuesday, October 15, 2013

দুর্গা পূজা

দুর্গা মায়ের ডাকটা আবার 
আসলো ফিরে কানে 
আবার আর এক বছর গেল 
এখন তো আর আগের মত 
মনখানা তো উড়ছে না আর 
দুর্গাপূজার টানে ।

তিন বছরের বিচ্ছেদেতে 
ধুসর হলো স্মৃতি ।
মহালয়ার স্তোত্রপাঠে 
শারদপ্রাতের আব্ছায়াতে 
আগমনীর সাথেই ফেরার 
দুর্গাপূজার তিথি ।

বিজয়ারই মলিন রূপের 
পাইনা কোনো ছোঁয়া 
পাইনা কোনো মিঠাই মন্ডা  
সিঁদুরখেলার বাক বিতন্ডা 
ধুনার গন্ধ নেই, সাথে নেই 
ধুনুচিরই ধোঁয়া ।

আবার কয়েক বছর পরে 
ফিরব আমি যেদিন।
দুর্গাঠাকুর আমায় তবে 
টানবে কি আর বুকের পরে 
ঢাকের বোলে পড়বে কি আর 
সেসব তাকধিনাধিন।

Sunday, October 6, 2013

এক সন্ন্যাসী কে লেখা আমার কবিতা

হয়তো তোমার ইংরাজি শুনে হেসেছিল সব সুধীজন, 
তবুও তো  তুমি হাসি খেলা ভরে শোনালে তোমার প্রাণমন |
গল্পের ছলে কত গূঢ় কথা বলে দিলে নির্দ্বিধাতে ,
কজনে বুঝল কে জানে তবুও যায় আসে আজ কি তাতে । 

কি কথা বলব ভেবে নাহি পেয়ে জিজ্ঞাসি " তুমি বাঙালি ?" 
স্মিত হাসি সাথে উত্তর দিলে "সন্ন্যাসী আমি, কাঙ্গালী " |
এক উত্তরে খুশির বন্যা বইয়ে দিয়েছ মনে আজ
বোকার  মতন প্রশ্ন ছুঁড়েও নেই মোর মনে কোনো লাজ ।