Sunday, October 6, 2013

এক সন্ন্যাসী কে লেখা আমার কবিতা

হয়তো তোমার ইংরাজি শুনে হেসেছিল সব সুধীজন, 
তবুও তো  তুমি হাসি খেলা ভরে শোনালে তোমার প্রাণমন |
গল্পের ছলে কত গূঢ় কথা বলে দিলে নির্দ্বিধাতে ,
কজনে বুঝল কে জানে তবুও যায় আসে আজ কি তাতে । 

কি কথা বলব ভেবে নাহি পেয়ে জিজ্ঞাসি " তুমি বাঙালি ?" 
স্মিত হাসি সাথে উত্তর দিলে "সন্ন্যাসী আমি, কাঙ্গালী " |
এক উত্তরে খুশির বন্যা বইয়ে দিয়েছ মনে আজ
বোকার  মতন প্রশ্ন ছুঁড়েও নেই মোর মনে কোনো লাজ । 

No comments:

Post a Comment