Monday, September 30, 2013

দ্বন্দ্ব

সুচিন্তিত প্রশ্ন করি,
আয়নাটাকে সামনে ধরি,
তোমায় আমি চিনতে শেখাই আপনাকে ।
নিজের বেলা অষ্টরম্ভা ।
নিজেই আমি কি রকম বা 
সেই কথাটা বুঝতে ভীষণ সাধ জাগে ।

আয়নাটাকে ঘুরিয়ে রাখি ,
আপনাকে আজ দিচ্ছি ফাঁকি ।
নিজের সাথেই ছায়াবাজির আনন্দ 
পাচ্ছি কিন্তু চাইছি কি আর, 
প্রশ্ন শুনি আপন হিয়ার 
বুঝছি কিন্তু এড়িয়ে যাচ্ছি সে দ্বন্দ্ব ।

প্রশ্নটা আজ হয়তো মনের । 
আত্মপক্ষ সমর্থনের 
সাধ জাগেনা তাই তো খুলে লিখছি আজ । 
নিজের ত্রুটি নিজের দোষকে 
যতই জানাই দেদার লোক কে 
ঘুচবে কি আর আপন মনের দ্বন্দ্ব,  লাজ ?

No comments:

Post a Comment