Tuesday, September 24, 2013

বাবা

এখনো মনে ইচ্ছে জাগে বাপগাছেতে চড়ি,
পূজার বেলা খেলনা হাতে কোলেই বসে পড়ি ।
হয়তো আমি বড্ড বড় হয়েছি তবু আজও
ইচ্ছেগুলো দাবিয়ে দিতে থোড়াই কেয়ার করি ।

বাবুম বলে ডাকবো নাকো হয়তো কোনো কালে,
হয়তো নকল করব না আর কথায় চলন চালে,
হয়তো কভু পড়ব নাকো একই ছিটের জামা,
হয়তো কাব্য লিখব না আর একই ছন্দে তালে ।

গায়ত্রীরই মন্ত্র আজও মনের কোনে বাজে,
চিরটি দিন থাকবে তুমি আচার্যেরই সাজে,
রক্তে যে ধন রয়েই ছিল এই জনমের মতো
তাকেই দৃঢ় করলে রাশিবিজ্ঞানেরই কাজে ।

No comments:

Post a Comment