নীল রঙ প্রিয় বা অপ্রিয়,
সে প্রশ্ন আজ অবান্তর, 
হয়ত সে আমাদের কাছে 
নিতান্তই অকিঞ্চিৎকর। 
সে রঙের খবর রাখিনা 
কখন সে হয়ে গেল ফিকে 
বা আদৌ হলো কি হলো না,
প্রশ্ন করি আমার আমিকে ।
চেয়েছে সে বিশেষ নজর 
বলেনি তা, ভেবে দৃষ্টিকটু 
ভালবাসা চাইতে সে আজও 
রয়ে গেল একান্ত অপটু । 
No comments:
Post a Comment