Saturday, December 6, 2014

বহমান

একান্তে সে খুঁজে চলা মিথ্যা একাগ্রতা 
বেড়ে চলে তারই মাঝে আপেক্ষিক আর্দ্রতা
মাঝে তবু খুনসুটি অনিত্যের সাথে 
পরিশেষে ফিরে আসে ক্রূর বাস্তবতা।  

ঝটিতে সে খুঁজে চলা আশ্রয়ের ছায়া 
প্রতি প্রত্যাখানে আরো হলেম বেহায়া 
প্রায়শই ঘোর কাটে, অসীম আক্ষেপে   
ফের তবু গ্রাস করে ছলময়ী মায়া।  

নিঃস্ব হয়ে গেছি  এই পথের ধূলায় 
তবু চলি যতদিন সাধ্যেতে কুলায় 
তবু নয় বিশ্রাম, নয় ধীরগতি  
পথের ক্লান্তি জানি যন্ত্রণা ভুলায়।  

No comments:

Post a Comment