Saturday, December 26, 2015

হারায়ে খুঁজি

অনেকদিন স্বপ্ন দেখিনা
অবশ্যম্ভাবী ভাবে রঙিন স্বপ্নও দেখা হয় না তাই
দুঃখ হয়, আকাশকুসুম কল্পনায় বড় আত্মতৃপ্তি লাভ করতাম যে একদিন
অবশ্য শূন্যতা গ্রাস করতো হঠাৎ করে স্বপ্নভঙ্গ হলে
যেন আপ্রাণ আঁকড়ে ধরার চেষ্টা, আর একটু দেখতে দাও স্বপ্নটা
এখনো চাই না জাগরণ, প্রাণপণ লড়াই প্রায়ই হেরে যেতাম,
হতাশাব্যঞ্জক, তবু আজকের মত শূন্যতা নয়।

অথবা হারিয়ে যাচ্ছে সব স্মৃতি থেকে
অ্যামনেশিয়ার করালগ্রাসে পতিত হলাম নিজের অজান্তেই
হয়তো জানতাম, কিন্তু তাও হারিয়ে গিয়েছে অন্ধকূপে
স্বপ্ন আর জাগরণের মাঝে যে দুঃসময় সেই খাদে ঝাঁপ দিতে হবে উদ্ধার করতে সেই অমূল্যরতন
কিন্তু সেই পথ এখনো অজানা, হয়তো কোন গুপ্ত সঙ্কেত
একদিন আসবে আমার কাছে, কিন্তু ধন্দ হয়
একবার সেই পথে যাত্রা করলে ফিরতে পারব কি?

নতুনত্বের প্রতি আকর্ষণ কিন্তু এখনো দূর্বার
নতুন স্বপ্ন, নতুন দর্জা, নতুন শূন্যতা
তবু অতীতকে পরিত্যাগ করতে এখনো এখনো সাহস পাই না, কিছুটা রক্ষণশীল বলেই,
লড়াই টা তাই লড়ব কি লড়ব না, সামনের সিঁড়িতে পা দেব কি দেব না,
চিন্তাজগতে ঘুরতে ঘুরতেই দেখি কখন ধাপটা ভেঙ্গে গুঁড়িয়ে গিয়েছে, প্রস্তুতিপর্বেই
তারও যে প্রতিস্থাপন আসবে সে ব্যাপারে নিশ্চিত
তবে সেই অচেনা পথে ঝাঁপিয়ে পড়ব তখন এমন প্রত্যয়প্রাপ্ত হইনি এই মুহূর্তেও।

No comments:

Post a Comment