Monday, December 14, 2015

অনাম্নী

নিশ্ছিদ্র নিরাপত্তা বর্ণময় গতিশীল তাও তো ফ্যাকাসে
কলরোল, বহুভোগ, অগুনতির মনোযোগ, তবুও একা সে
অন্তহীন সমাহার, সবে আছে অধিকার, অপ্রাপ্য দীনতা
শুধু বুঝি তারই ফাঁকে নিশ্চুপ আওয়াজে ডাকে লুপ্ত স্বাধীনতা।

হারিয়েছে হয়তো আরো বেরঙিন চশমায় যা আছে লুকোনো
সমস্ত তারুণ্য বুঝি ব্লিচিংয়েতে ধৌত হয়ে সজোরে নিংড়নো 
নর্দমায় বয়ে গেল সে অশেষ সম্পদ, শুধে চেয়ে থাকা
যেমন অস্থির কালে কালো মেঘে উড়ে যায় দূরের বলাকা

তেমনি আকাশ ছিল অন্ধকার বলরুমে উদ্দামের মাঝে
যদিও সেটার নাম অন্য কিছু আমাদের ঘুমন্ত সমাজে।

No comments:

Post a Comment