Saturday, December 5, 2015

দ্বিচারিতা

সংগ্রাম শুধু অস্তিত্বের, নীতির প্রশ্ন নরকে
কিছু স্বপ্ন সে চোরাবালিতেই ডুবে মরে এক পলকে
রয়ে যায় শুধু স্মৃতিচিহ্নের ফলক ক্ষুদ্র আলেয়া
কিছু কাস্তের দর বাড়াতেই রক্তেতে শান দেওয়া ।

তর্কের নীতি একমাত্রিক, রাস্তায় হাঁটা দস্তুর
বিপরীতগামী পথ মারালেই ওড়ে খিস্তির মাস্তুল
আবেগ পেয়েছে বুর্জোয়া ছাপ ট্রটস্কাইটের জাঙিয়া,
কিছু কাস্তের দর বাড়াতেই রক্তেতে শান দেওয়া ।

অবিশ্রান্ত স্রোতের মিছিল, বিশ্রাম নেই জনতার 
যতদিন আছে সামনে ও পিছে উৎস আসল ক্ষমতার 
অভ্যাসগত হয়ে গেছে বুঝি, আপনি জাগায় সমীহা 
মাঝে শুধু চলে জঙ ছাড়াতেই  রক্তেতে শান দেওয়া । 

No comments:

Post a Comment