Thursday, December 10, 2015

ভাল ছেলে

আমি আসলে কেবল ভাল হতে চেয়েছিলাম
কিন্তু ভাল হওয়া অত সহজ নয়
ভাল হতে চাইলেও কিন্তু অনেকখানি খারাপ হতে হয়
সহজ ইকুয়েশন, কিন্তু আরও বেশী সহজ করতে গিয়েই বুঝি জটিল হয়ে গেল জীবনবৃত্তি।

সব কিছু নিখুঁত হবে, নিশ্ছিদ্র নৈতিকতা, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি
এই নৈতিকতার বেড়াজাল, আর আকুলিবিকুলি করতে থাকা অনৈতিক মন
চোখের সামনে ধরে থাকা আইডিয়ালগুলো আবার করতে চায় বিভ্রান্ত
সোশ্যাল কন্ডিশনিং এইভাবেই বিষিয়ে দিয়েছে স্বন্তন্ত্র চিন্তার প্রয়াসী মস্তিষ্ককে।

আর আছে দৈবত্বের লোভ, শ্রেষ্ঠত্বের এই অনুভূতি হার মানায় অফুরন্ত জহরতকে
তাই রচে যাই কখনো বা ভিক্টিমহুডের গাঁথা, সকলকে এফোঁড় ওফোঁড় করে দিয়ে
আনন্দ, আত্মতৃপ্তি, জয়, সব কিছুই মিশে থাকে সেই মর্মস্পর্শী উপাখ্যানে
শুধু সত্যিটা ছাড়া, কারণ তাকে স্পর্শ করতে চাইলেও যে একটু খারাপ হতে হবে।

No comments:

Post a Comment