Wednesday, December 23, 2015

পাপবোধ

অন্তঃসারশূন্যতার কামনায় একা যাই চিলেকোঠা ঘরে,
সোঁদা গন্ধ চেপে ধরে টুঁটিখানা তবু বসি মেঝের উপরে।
প্রাণহীন কত স্মৃতি জমে আছে, একদিন ছিল যা আত্মজ, 
আরো কিছু জমবে আজ, প্রাত্যহিক অবক্ষয় হয় যেন রোজও।
মনচক্ষে উঁকি দেয় এই ফাঁকে অজানা সে কত ভৈরবী,
নিজেকে জাগাতে ফের আজও আঁকি তোমাদের এলোমেলো ছবি।
মুক্তি দিই, তাও কেন তারা খোঁজে ফের কোন আয়েশি আশ্রয়
ক্ষুদ্র এই জীবনে সে এইটুকু বুঝে ফেলে - পৃথিবী নির্দয়।
বোধন হল না তবু বিসর্জনের পালা আসে ফিরে ফিরে
যদিও বা বাধা হই, তবুও তো উঁকি দেয় অতন্দ্র তিমিরে
বাধ্য হই, ক্লান্ত হই, সজ্ঞানেই ঘটে যায় কত শত জেনা
অন্ধকার কুঠুরিতে যার কথা কেউ বুঝি জানতে পারবেনা।

No comments:

Post a Comment