Wednesday, December 2, 2015

সাধ্যাতীত

প্রতিক্রিয়া ব্যক্ত করা কবিতার সাধ্যের অতীত, সবকিছু ছেড়ে তাই অসীম অনন্তপথ ধরি। আসলেতে বল্গাহীন, তবু আজ ফিরেছে সম্বিৎ, স্পর্শসুখ ছিল কিছু অব্যক্ত, অস্পষ্ট, অশরীরী।

আজ সেই পারি বেয়ে বুঝি কোন অনুশোচনা নেই, প্রত্যেক কণায় কিছু রয়ে গেছে রঙের মিশ্রণ;
কাটাকুটি খেলা শেষে শূন্যস্থান পুরি বাস্তবেই ,
তবু কেন নতমুখে ছুঁল কোন উষ্ণ প্রস্রবণ?
তীব্রতার ঊর্ধ্বে উঠে সোনাঝরা শুকনো মাটি ছুঁয়ে পৌঁছে গেছি দূর গাঁয়ে, যেইখানে রক্তজবা ফোটে- অনুভূতি কিছু থাক ভালোবাসা শোণিতেতে নুয়ে আর থাক কিছুখানি লিখে রাখা অক্ষয় তুলোটে।

No comments:

Post a Comment