Tuesday, December 8, 2015

শুদ্ধির কাব্য

যখন চারপাশ দেখি, অবিন্যস্ত
দিগভ্রান্ত, হাতড়াই দিগ্বিদিক
অন্ধকার আরো গাঢ় বুঝি
চলে গেল কিছু যা প্রান্তিক।
রয়ে গেল কিছু চিন্তারাজি
অফুরন্ত সময়কাল কাটে
অজান্তেই অচেনা নমাজি
ধাক্কা দিল সহসা সপাটে।
এইভাবেই বুঝি কিছু শুরু
সংজ্ঞাহীন, ধিকিধিকি জ্বলে
সে আগুনে শুদ্ধ হই কিছু
আর কিছু ভস্ম সে অনলে।

No comments:

Post a Comment