Wednesday, October 7, 2015

তর্পণ

আজ সকাল থেকে শুয়ে আছি ছাদে-- 
বিস্তীর্ণ আকাশের দিকে তাকিয়ে আছি উদাসীনভাবে-- 
অনেকদিনের অভ্যাস অনভ্যাসে পরিণত করতে চাই না বলেই শুয়ে থাকা-- 
আকাশ পাল্টে যাচ্ছে। 

আকাশ বদলে যাচ্ছে -- 

আগে ছেয়ে থাকতো পাখিতে-- 
আমার যদিও পছন্দ ছিল চিল শকুন-- 
মৃত্যুকে বরাবর ভালবাসি বলে কিনা জানিনা। 

আজকাল আর তাদের দেখতে পাইনা-- 

মৃত্যু বুঝি আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে-- 
মৃত্যুও আজ আমার কাছে মৃত।
সেই মৃত্যুর স্মৃতিতেই আজ তর্পণ করলাম পিতৃপক্ষ বলে।

No comments:

Post a Comment