Wednesday, April 30, 2014

এযুগের মে দিবস

শোষক তুমি যতই আমার রক্ত চুষে খাও
তবুও আমি বলব না মোর কর্তা চেয়ার মাও
দ্বন্দ্বমূলক বস্তুবাদের যতই বাড়াও দাম
চোখ পাকিয়ে যতই তাকাও হইবনাকো বাম

সাম্যবাদের বার্তা দিয়ে যতই মারো দাঁও 
স্পষ্ট তোমার স্বরূপ এখন। যেইখানেই পালাও 
কেন্দ্রীকরণ তত্ত্ব এবার সত্যি হলো ফেল 
পড়ছিল বেশ সেই সুযোগে তেলা মাথায় তেল   

সাম্রাজ্যের জুজুর ভয়ে যতই কর ত্রস্ত 
শ্রমিকশ্রেণী তোমার পরে আজকে খড়গহস্ত 
সার্বভৌম রাষ্ট্র গঠন গরিব গেল খোয়া 
সবার কাছে স্পষ্ট এখন কে হলো বুর্জোয়া 


No comments:

Post a Comment