Thursday, April 3, 2014

চাহি নাই

আমি তোমায় মনে থেকে ঠিক চাইনি
তবুও কেন কথার ফাঁকে 
তোমার আবেগ জমতে থাকে
সেই আবেগে ঘা দিতে আজ ভুলেও পা বাড়াইনি 

কতই কর ঘর বানাবার সখ স্বাধ 
পথের পরে গল্প কর 
হোচট খেয়ে আঁকড়ে ধর 
গুস্সা করে কতই দেখাও মনমোহিনী আহ্লাদ 

আমিও তোমায় ইঙ্গিতখান দিইনি 
নিইনি টেনে বুকের মাঝে 
বকিওনিকো সকাল সাঁঝে 
মুখ না খুলে বার্তা দেওয়া কক্ষনো শিখিইনি 

হয়তো করেই চলেছি সেই অন্যায় 
সত্যি কথা বলতে যে হায় 
কষ্ট লাগে, দুঃখ পাওয়ায় 
দিইনি তো মন তোমায় তবু আমার দেখি মন নাই





No comments:

Post a Comment