Tuesday, April 29, 2014

নব অরুণোদয়

দুঃসময়ের কঠিন প্রাপ্তি ভাবনার অবক্ষয়
স্বপ্ন দেখতে চাইলে আজকে দু চোখ মেলতে হয়
ভীরু চোখে চাই পৃথিবীর পরে স্বপ্নবিলাসময়

অন্ধকুপেতে বদ্ধ হওয়ার যন্ত্রণা ক্ষণে ক্ষণে 
প্রত্যহ করি সে যাতনাভোগ জানি তার নিরসনে 
চিরনতুনের বার্তা মিলবে সত্যের অন্বেষণে 

মৃতপ্রায় রূপে বেঁচে থাকবার করেছিনু অভ্যাস 
তবু কেন মনে সন্দেহ জাগে কিসের দীর্ঘশ্বাস 
কিসের তরে যে দেখিবারে করি নব অরুণের আশ 

ভাবনাবিমুখ ছিল না কো সুখ তাই তো অকুতোভয়  
আত্মবিলাপে রত নই আর, করি নব প্রত্যয় 
শিখতে বসেছি কিভাবে আবার স্বপ্ন দেখতে হয়


No comments:

Post a Comment