Saturday, July 16, 2016

পূর্ণিমা

বিনিদ্র রাত, মধ্যগগনে
পাক্ষিক অভিশাপের স্খলনে
ভেসেছি কিরণে, তবু আনমনে; নির্দয় বুঝি পূর্ণিমা এইবার।
তবু ঝলসানো রুটির খেয়ে বাঁচা,
অচিন পাখির আশ্রয়ী খাঁচা--
ধ্বংসপ্রাপ্ত ইমারতি ধাঁচা বয়ে নিয়ে চলা আমাদেরই অধিকার।

কখন ধরব টুঁটিখানি চেপে
কখনো পদক্ষেপ জল মেপে
নিয়ম ভাঙব প্রতি প্রক্ষেপে; বস্তুবাদের কৃত্রিম প্রতিরূপ ।
প্রশ্নত্তোরপর্ব বেলায়,
অথবা অনির্দিষ্ট খেলায়  
বাধা দেব আমি নানা অছিলায়, বড় প্রিয় আজও আমার ধ্বংসস্তূপ।  

কলঙ্কিত সে নানা অনুছেদ,
সাথে জমে থাকা পার্থিব ক্ষেদ--
ভীতি জাগায় না আর উচ্ছেদ, উদ্বাস্তু এ জীবনের আশ্বাস।
কড়ি না ফেলেও মাখি তাই তেল
প্রতিপদে খুঁজি ভানুমতী-খেল
মরীচিকা দেখে নই উদ্বেল, পূর্ণিমা তাই আপাতত পরিহাস।
 
 




No comments:

Post a Comment