Sunday, July 24, 2016

আড়ি

কে যে আলোচনা করে, 'অবশেষে পেয়ে গেছি বাগে, 
অলাতচক্রের সামনে আটকে সে', প্রছন্ন দেমাগে।  
ফুলকি কিছু টুকরো ছোটে, আমি আজ রহু চণ্ডাল 
পেয়েছে নেশায় বড় শোণিতের, তার স্বাদে মাতাল।  

এ আমার বুড়িগঙ্গা, রুগ্ন অর্ধমৃত সরস্বতী
এ আমার হিমালয়, বিন্ধ্যাচলের দুর্মতি। 
আপাতত শবাসনে চিন্তাশীল প্রশান্ত বিরতি--  
চঞ্চলতার জন্য প্রতীক্ষায়, হয়তো অধোগতি। 

আলোচনা চলবেই, যতদিন বাঁচি কিম্বা মরি,  
চিতায় জ্বলার আগে কত খই, কতটা শ্রীহরি     
তা নিয়েও হিসাবের খাতা আছে দেরাজের থাকে, 
যদিও সে পূজা থেকে বঞ্চিত পয়লা বৈশাখে। 

No comments:

Post a Comment