Sunday, July 10, 2016

সুদর্শন

মহামন্ত্র? আমি ভাবি আন্তরিক মধু-সম্ভাষণ
আক্ষরিক অর্থে বুঝি এলোমেলো হয়েছে জীবন।
কৃষ্ণনামে দিগ্বিদিক আপ্লুত, তুরীয় সে স্থিতি
এ কী যাদু বিস্ময়ে করেছে প্রত্যক্ষ প্রকৃতি।
ষোড়শোপাচার নেই, নেই কোন মহা আয়োজন
দার্শনিক দ্বিধাদ্বন্দ্বে বন্ধ নেই মন-বাতায়ন,
প্রেমের তরণী শুধু ভেসে চলে অনন্তের পথে
সেই নামে, বাঁধা থাক আজকে যা সংগুপ্ত শপথে।
একদা দ্বাপরে ছিলে রাধিকার নয়নের মণি,
কলিযুগে পুনরাগমন সাথে করে হরিধ্বনি।
ঘুরেছে রথের চাকা, এইবার টেনে ধরো রাশ,
উত্তর তোমারই কাছে, রঙবেরঙের সন্ত্রাস।
জানি তুমি সহ্য করো, ভয়াল রূপের পরিচয়
রেখেছ অজানা, তবু মাঝেমাঝে প্রয়োজন হয়।
সুদর্শন এসো আর প্রতি পদে ভুক্তাবশেষ
প্রতিহত হোক, সাথে শুদ্ধ হোক এই পরিবেশ।
জানি তার নিয়ন্ত্রণ অসম এ মনুষ্যের হাতে,
প্রতারণা করব না পুনরায় বাস্তবের সাথে।
ছলনায় মাতি না আর, তরী বাই বিশ্বাসের হ্রদে,
সব ছেড়ে সমর্পণ তোমার ওই রক্তিম শ্রীপদে।

No comments:

Post a Comment