Monday, June 20, 2016

অস্থির আয়নায়

চারদিকে অভিনব হানাহানি গ্রাস করে নেয় সখ্য,  
সত্যি এবার কলমে জমেছে অনাহূত বার্ধক্য।  
সত্যি এবার আগুন লেগেছে স্নায়ুকেন্দ্রেতে দুর্বার,  
ছারখার হব জ্বলেপুড়ে, আর হবে এ পৃথিবী চুরমার। 

সুশীতল কোন ছায়াতল খুঁজি বর্ধিত কিছু সময়ের,   
মরবার আগে কত কিছু বাকি, তাই চাই কিছু হেরফের।  
যদিও বুঝেছি অবচেতনে সে রয়ে যাবে ঠিকই পিছুটান,  
তা না হলে বৃথা জীবনের সব বৈচিত্র্যরই অবসান। 

কিছুটা হতাশা, প্রবল লড়াই, জমা হয় ছাই চাপা ক্ষোভ,  
জানি সব কিছু আমারই কীর্তি, তবু করে চলি দোষারোপ। 
ক্ষয় চলে তারই মাঝে, তার কোন নেই বিশ্রাম, ক্লান্তি 
চলুক না হয়, তারই হাত ধরে যদি ফেরে চিরশান্তি।

No comments:

Post a Comment