Wednesday, June 1, 2016

খিড়কির দোর

হ্যাঁ আমি চাইছি 'ঘৃণ্য' ফ্যাসিবাদ, আজকে দাঁড়িয়ে,
স্পষ্ট বলবো, কোন রূপকের মোড়ক না দিয়ে।
সাজানো মিথ্যার কত ফুলঝুরি প্রতি অবস্থানে
বৈধতা পায় রোজই অজস্র বলিষ্ঠ ফরমানে।

রায় যদি ঘোষণাই হয়ে গেল তবে কেন আর,
অন্তত দোষটুকু করে হই তার ভাগীদার,
অন্তত কিছু মধু খাই রণহুঙ্কারের আগে,
তাহলে যদি বা একে তোমাদের গণতন্ত্র লাগে।

দাপট চারণভূমি সৃষ্টি করে চলে দিক্বিদিক,
আদপে পছন্দ বুঝি আমাদের একমাত্রিক।
লক্ষ্য এখন তাই ক্ষমতা হস্তান্তরে যুদ্ধজয়,
মনস্তত্ত্ব বদলাতে আজও শুধু বিরক্তিই হয়।





No comments:

Post a Comment