Saturday, October 22, 2016

ইলহাদ

শুধু ঈমানের গেলমানি করি তবু অতৃপ্ত প্রাণ;  
কোথায় কাফের কোথা মুশরিক,
চারিদিক খুঁজে পাই নাকো শির্ক,
ধুধু প্রান্তর, অন্তরে ঝড়- ছবি তোলে আসমান।
এত কিছু পরে কই ইনসাফ, কোথায় ইন্তেহান। 

রুহ কোথা যাবে, বড় সাধ মনে, আলা-এ ইল্লিয়্যিন,
বিদআত করি সে দিবস পালনে,
কিছু গ্লানি তাই থেকে যায় মনে,
বুঝি নিয়তিতে লেখা আছে তাই আসফালা সালেফিন।
তবু হতাশা সে হতেই পারেনা হৃদয়ের অন্তরীণ।

ঈমানি জীবন, দারুল ইসলাম, আর সব কিছু বাদ,
তবে কেন সন্দেহ জাগে প্রাণে,
তফসির আর হাদিস কোরআনে,
কেন ব্যত্যয়, গ্রাস করে কেন প্রশ্ন- ইর্তিদাদ!!
দ্বীনেরই সেনানী আমিই তবে কি আগামীর মুর্তাদ?!



No comments:

Post a Comment