Tuesday, March 25, 2014

বসন্তবাতাস

বসন্তের এই বাতাসে সহসা উথলিয়া ওঠে মন,
ফুলের গন্ধে নব আনন্দে হই আবেগপ্রবণ ।
বন্ধুর সাথে ছোট দুই হাতে ফুল কুড়ানোর দিন, 
এখনো মনেতে ফের জেগে ওঠে অতীতে যাহা বিলীন ।।

দখিনা বাতাসে ফুলরেণু হাসে গন্ধ ছড়ায় আজ, 
পলাশের রঙে ছোপানো ধরণী একই অপরূপ সাজ, 
তটিনীর পারে কান পেতে শুনি কুলকুল করে জল, 
সবুজ ঘাসেতে ফের ঢাকা পরে রুক্ষ ধরনীতল ।

চিরনতুনের সাথে হয় এক চিরপুরাতন গান 
সময়ের সাথে তাল মেলাবার খেলা আজ হলো ম্লান 
প্রেমের সুরেতে মুখরিত ফের আজিকার দেবভূমি 
এ কোন ইন্দ্রজালের মহিমা এনে দিলে ফের তুমি 


No comments:

Post a Comment