Wednesday, October 1, 2014

সবজান্তার আস্ফালন

আয়েশ করে আয়েশ করা চাট্টিখানি কথা? 
কিলবিলিয়ে বিচ্ছিরি সব চিন্তা গলায় মাথা 
সরকারি সব আমলা গুলো এক্কেবারে যা-তা

অর্থনীতির প্যাঁচপয়্জর বুঝছি কেবল আমি, 
মন্ত্রীমশাই কানটি বাড়াও, আমার কথা দামী ;   
ফেসবুকেতে এসব নিয়েই বিতর্কেতে নামি।

বিদেশনীতির গোড়ার কথা? তাতেও আমি দড় 
তোমার চেয়েও খানিক হলেও বেশিই সড়গড়  
সুযোগ আছে সেক্রেটারি, আমার পায়ে পর 

সংগঠনটা সাজাতে চাও? একপায়েতে খাড়া 
মতামতের জন্য আজও নিই না কোন ভাড়া 
তৈরী আছি, ডাকবে কখন? নেইকো আমার তাড়া 

দুনিয়া আমার হাতের মুঠোয়, বন্দী আমার ঘরে 
চারদেওয়ালের মাঝেই নিলাম আপন হাতে গড়ে 
দেশটা এখন কেবলমাত্র আমার কথায় ঘোরে   

No comments:

Post a Comment