শান্তি চেয়েছ তাই কি মিলছে পুরষ্কারের অর্থ, 
তাই কি করতে প্রতিহত সবই, তাই কি ভাঙতে ঐক্য, 
শান্তি কিনতে এখনো কিন্তু হয়নি সে সমর্থ।  
কিসের কণ্ঠ স্তব্ধ করতে এত অর্থের সমাহার,  
কার বিরুদ্ধে নেমেছিলে পথে রুধেছিলে কোন অবিচার? 
তাই কি বোঝাতে নেমেছে সকলে শান্ত আমরা নই কো ?  
প্রলোভন কত দিয়েছ সবাই ত্রুটি বিচ্যুতি আনতে 
পরীক্ষা আজ ফের দিতে হবে, শান্তির পথ জানতে। 
এতদিন ধরে চলেছি যে পথে সেই পথ ধরে চলব, 
সত্যের পথে চলেছি যখন প্রলোভনে কেন গলব,  
যতই কঠিন হতে থাক পথ হচ্ছি যতই ক্লান্ত, 
প্রতিজ্ঞা তত হতে থাকে দৃঢ় এ পথে দেব না ক্ষান্ত।  
No comments:
Post a Comment