Saturday, November 22, 2014

ছাই

মোর প্রস্তাবনা 
দৃপ্ত কণ্ঠে জ্ঞানলোকে ক্ষণিকের তরে আনাগোনা 
কিবা তার দিশা
তৃষিত যে, বয়ে চলি অন্তরের অনন্ত জিজ্ঞাসা ।


উত্তর পিপাসা 
চাতকের মত তাই খুঁজে ফিরি,  সঙ্গী হতাশা 
পর্যটন বৃথা 
সত্যাসত্য বিচারের প্রচেষ্টা নিস্ফল জানি তা।  

কি ছাই প্রত্যাশা 
মরীচিকা সম শুধু ক্ষনিকের মোহটুকু, শুধুই দুরাশা 
মিছাই ভনিতা 
প্রকাশ করেছি ভুলে, দৃপ্ততার অর্থ আজ কেবল ধৃষ্টতা।  


No comments:

Post a Comment