Tuesday, April 16, 2013

একঘেয়ে

সে আবার এসেছে ফিরে সেই ঋতুচক্র করে শুরু
কতকি বদলেছে ভেবে করে মোর বক্ষ দুরুদুরু 
নববর্ষ এলো তবু নতুনের ছোঁয়া নেই আজ 
নেই কোনো নরনারী পরে নব রকমারি সাজ 

এক ঘেয়ে পানসে দিন সেই বুঝি আজকের জীবন 
ট্রাজেডি বা কমেডি বা নিতান্তই মধুর মিলন 
কোনো কিছু নেই, এই কথা যদি উঠি আজ বলে 
নতুন কথা তো কিছু বলছিনা । সব কিছু ভুলে 
 পুরনো সে কথাকেই আজ যদি ফের বলে উঠি 
একঘেয়ে ভাবনাকে তা কি কভু দিতে পারে ছুটি ? 
পৃথিবীটা পিরিয়ডিক হয়ে গেছে বা হয়ত ছিলই 
সাইকেল লেংথটাকে টেনে হিঁচড়ে বড় করবই ।

No comments:

Post a Comment