খুব একটা ন্যাকা নই আমি 
জানি তোমরা একমত হবেনা  
তবু যদি বিশ্লেষণ করো  
দেখবে আমি ভুল বলছিনা ।
জানি একটু বেশি মজা করি 
অস্বীকার করছিনা তা মোটে 
ভালবাসা সুবিচার বল 
ভালোবাসলে দুঃখটাই জোটে 
বন্ধুতার মধ্যপন্থা নিয়ে
গুটিগুটি পায়ে চলি হেঁটে 
ভালবাসা ভেবেচিন্তে দেখো 
সখ্যতার প্রতিশব্দ বটে । 
এটা খুব একটা জুতসই হলো না। আর তাছাড়া মধ্যপন্থা খুব একটা ভালো নয়। যা মন চায় তাই করুন।
ReplyDeleteআমি বুদ্ধদেব কে ছোটবেলা থেকে পছন্দ করি
Delete