আবার তো সেই ব্যর্থ হলাম প্রতিজ্ঞাটা মিথ্যা  
দিব্যি দুদিন চলছিল বেশ সঙ্গে স্বয়ংসিদ্ধা 
ভেবেছিলাম এই ভাবেতেই কাটতে রবে দিনটা 
নিজের ভুলেই জীবনতরী বাঁক নিয়েছে অদ্য 
তারই খেসারতের তরে লিখতে বসি পদ্য 
ভুলের ভাঁড়ার তরতরিয়ে ভরেই চলে সদ্য 
হয়ত আমার ভুলের স্রোতে থাকবেনাকো অন্ত 
চোখের লাজে টানবো ইতি, আবার প্রানবন্ত 
হবই জানি, কিই বা করি পাপী আমার মন তো 
বিরহ আজ সইতে হবে নিজের ভুলে হায়রে 
সকাল থেকে চলতে থাকি মনের কোনের বাইরে 
দিন রজনীর সীমার শেষে প্রানের মাঝে আয় রে ।
No comments:
Post a Comment