কোনো একদিন কথা দিয়েছিল 
সে কথার কথা গোপন রেখেছে 
 
ভেবেছে সে কথা ভুলে গিয়েছিল 
 
মনের গভীরে লুকিয়ে ঢেকেছে
 
ভীষ্মের মত শরশয্যায় 
 
নিজে ছারখার হয়েছে সে তবু 
 
ব্যথিত করেনি অপরেরে হায় 
 
এত ভালোবেসে লাভ কি যে কভু
 
লাভ ক্ষতি ভেবে প্রেমে অপ্রেম
 
অপাংক্তেয় যে ছিল প্রত্যহ 
 
দৈবভাবের বিকশিত হেম 
 
নাহি ছিল তায় কোনো মায়া মোহ 
 
 
No comments:
Post a Comment