Thursday, May 5, 2016

বাজী


দুনিয়ার মাখামাখি
নিজেকে তফাতে রাখি
বাঁশীতে বাজিয়ে চলি বেখেয়ালি আনমনা ধুন
আমি যে মানুষ নই, বলেছিল নির্মলেন্দু গুণ।

অমবস্যার গেরো
ল্যাদ লাগে জোনাকেরও
দুনিয়া যেমনই থাক, আমার কিই বা আসে যায়
চোখেতে সামান্য ঠুলি-- আমাদেরও ক্ষমতা সহায়।

নীতিবোধ? ছেঁদো বুলি
গেলো  আফিমের গুলি
অবশেষে শেষপাতে বাজী রাখো সব মূলধন
তাতেও কাজ না হলে ব্যর্থ তোমার এ জীবন ।

নিরপেক্ষতা বলি,
বুঝেছ জানি সকলই
উপেক্ষা হয়তো বা আপোষ সে ক্ষমতারই সাথে
জানি অমানুষ তবু ক্ষেদ নেই একফোঁটা তাতে।

No comments:

Post a Comment