Wednesday, April 27, 2016

উড়ান

সত্যি হেরেছি হয়তো,  
বিস্তৃত দিগন্ত পানে অকপট দৃষ্টিনিক্ষেপে  
এই কৃষ্ণ অমারাতে । 
লুকিয়ে এসেছি একা 
সবার অগোচরে শুধু অনন্ত উড়ানের আশায় 
কালবৈশাখী ঝড় যদি তার স্রোতে আমাকে ভাসায়। 

ক্রমশ আবদ্ধ হল, 
মানবজীবনে তাই প্রখর রোদের তাপে জ্বলে, 
আন্দোলন হীন। 
অক্ষয় দমন উৎপীড়ন 
নিতান্ত বাধ্য হলে সামান্য উৎকোচসম বৃষ্টির প্রয়াস 
কালবৈশাখী তবু ব্রাত্য থাকে, রুখে দিতে কোন উচ্ছ্বাস। 

তবু বারংবার যাবো, 
করুণা না, বাস্তবিক পরিবর্তন  প্রত্যাশী।  
দৃঢ়সংকল্প জানি।  
আমিও হতাম তাই  
তোমার অবস্থানস্থলে, তবু চাই আজকে স্খলন 
কুহনিকা যাই হোক অপরাধবোধে নেই মন।   


No comments:

Post a Comment