Wednesday, April 6, 2016

বসন্ত

আমার কথায় কি খুব বিরক্ত হও, অন্তত চোখে পড়ে না
তাই আশঙ্কার কালো মেঘ ছেয়ে ফেলে মনকোণ
যার আবছায়ায় আমার অজান্তে পুঞ্জিভূত হতে পারে বিরক্তি
তিল তিল করে জমতে থাকা অস্থিরতার পাহাড়
ক্রমেই অসহ্য হয়ে ওঠে, দৃষ্টিশক্তি বিদ্রোহ করে ওঠে সহনশীলতার বিপক্ষে
টানেল গড়তে হবে ওই পাহাড়ের মধ্যে
কিন্তু নিশ্চয়তা কী যে সে গ্রাস করে নেবে না শ্রমিককেই
আঘাত হানতে হবে হয়তো তখন বাধ্য হয়েই,
ধূলিসাৎ করবার অভিপ্রায়ে,ছিন্নভিন্ন করতে দৃষ্টিসুখের উল্লাসে।

তাই বলে আরও বেশী ভালোবেসে ফেলো না যেন,
এই প্রলয়ের মাঝে সে অনুভূতির প্রতি আর কিছুর সময় থাকবে না
অনন্যোপায় আমি, দায়িত্বে অবিচল থাকা আমার দুরারোগ্য ব্যাধি।
অবশ্য যদি উর্বর ক্ষেতে কয়েক ফোঁটা ভালোবাসা
জন্ম দিতে পারে সুবৃহৎ প্রেমবৃক্ষের তাহলে আপত্তি করবো না।
তার ছাওয়ায় অনুরাগের আচ্ছাদন, লালিত সযত্নে
তার মুকুলে অঙ্কুরিত প্রণয়প্রীতির কুঁড়ি, পল্লবিত ঋতুপর্ণ
ভালোবাসার ফুল ফল অফুরন্ত যোগান দেবে তরতাজা প্রেমের,
ভালোবাসার রেণু ছড়িয়ে পড়বে আদিগন্ত বিস্তৃত চেতনার মত
এমন বর্ণময় বসন্ত এলে কি আর আধমরাদের আপত্তি করা সাজে? 

No comments:

Post a Comment