Saturday, April 2, 2016

পক্ষাবলম্বন

রক্ত জমাট বাঁধা, রাজপথ তাতেই পিচ্ছিল
আমাদেরই কৃতকর্ম অগুনতি মৃত্যুর মিছিল
মনুষ্যত্ব মৃতপ্রায়, আর শুশ্রূষা নিরর্থক
রক্ত আমারও হাতে তা দিয়েই কেটেছি তিলক।

শূন্যতা, অবসাদ, প্রাণপণ বাঁচার আকুতি
স্বীকার করি না তবু, পাছে ব্যথা পায় অনুভূতি
চলতে হবে যে তবু, এর চেয়ে উপেক্ষাই সই
তাই দিয়ে কিছুদিন আনন্দে জীবন কাটাবোই।

হাজার রক্ত হাতে, অশ্রুজলে মুছবে সে দাগ
অন্ধকার পৃথিবীতে সহজে মিলবে না চিরাগ
বিপরীত পথে তাই হোক সে বাঁচারই সম্বল
বরং ক্ষমতা হাতে পিষে দেব সব গণ রোল। 

No comments:

Post a Comment