Saturday, April 23, 2016

কথোপকথন

মিত্র, আমি তোমার জন্য গাঁথিয়াছি মালা প্রণয় পরশে রঞ্জিত ডালা এবার তোমার রচিবার পালা প্রেমভৈরবী চিত্র।

মিত্র, আমি ঘন আশ্লেষে চুমিয়া অধর, হেরিয়া বেরাই ধর-অম্বর জীবন সলিলে তোমারেই শুধু হৃদয়ে মানি তরিত্র।

মিত্র, আমি দর্পণ পরে হেরি আপনারে তোমার স্পর্শ খুঁজি বারেবারে অন্বেষী আজও তোমার চিত্তে প্রবেশপথের ছিদ্র।

সজনী, আমি তোদের আবেগে খোরাক মেটাই, প্রেম আলপনা ধুয়ে মুছে যাই উদ্বেগে করি কেয়ার থোড়াই, বুঝল যদিও কজনই!

No comments:

Post a Comment